Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ফরিদগঞ্জে ৪ বছর আগে ইয়াবাসহ আটক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড
চাঁদপুর জেলা কারাগার
চাঁদপুর জেলা কারাগার ফাইল ছবি

ফরিদগঞ্জে ৪ বছর আগে ইয়াবাসহ আটক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ বছর আগে মাদক বহনের দায়ে মোস্তফা কামাল (৩০) নামে মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা কামাল কক্সবাজার জেলার উখিয়া থানার ফায়ের বিল এলাকার আহম্মেদ কবির এর ছেলে।

মামলার বিরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন ফরিদগঞ্জ থানার বাসস্ট্যান্ড এলাকার চা এর দোকান থেকে মোস্তফা কামালকে ১ হাজার ৯শত ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করেন। সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে ফরিদগঞ্জ এলাকায় নিয়ে আসে। এই ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন সময়ের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন একই বছরের ৩০ জুন তদন্ত শেষে আদালতে চাজশীর্ট দাখিল করেন।

সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমানউল্লা জানান, আদালত স্বাক্ষ্য প্রমান ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের সময় আসামী পলাতক ছিলেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডভোকেট মোক্তার আহমেদ অভি। আসামী পক্ষের আাইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল মান্নান খান মহিন।