Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ১৮ শ’ ইয়াবাসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সহযোগী আটক
হাজীগঞ্জে ১৮শ’ ইয়াবাসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সহযোগী আটক

হাজীগঞ্জে ১৮ শ’ ইয়াবাসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সহযোগী আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ১৮ শ’ ৩০ পিস ইয়াবাসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সহযোগীকে রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আটক করেছে পুলিশ।

পৌরসভাধীন ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের তাকওয়া মসজিদ সংলগ্ন জয়নাল ম্যানশনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের তপাদার বাড়ির মাকসুদ হোসেন সোহেল ও তার ইয়াবা ব্যবসার পরিচালনাকারী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বেপারি বাড়ির মো.আমিন (৩৮)।

আটককৃতদের মধ্যে মো.মাকসুদ হাসান সোহেল গত ইউপি নির্বাচনে পূর্ব বড়কুল ইউনিয়ন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে এসআই আবদুল মান্নান ও এএসআই রণি বড়ুয়া সঙ্গীয় ফোর্সের অভিযানে ইয়াবার বড় মাপের চালানসহ তাকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘আটক সোহেলকে দীর্ঘ দিন ধরে টার্গেট করা হয়েছিল। তাকে ইয়াবাসহ আটক করা অনেক কঠিন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোর্সের মাধ্যমে তাকে ১৮’শ ৩০ পিসসহ তার সহযোগিসহ আটক করা হয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম,২৭ আগস্ট ২০১৭,রোববার
ডিএইচ

Leave a Reply