Home / উপজেলা সংবাদ / ইরিক্ষেতে ‘কারেন্ট পোকা’র আক্রমণ : কৃষকের মাথায় হাত
ইরিক্ষেতে ‘কারেন্ট পোকা’র আক্রমণ : কৃষকের মাথায় হাত

ইরিক্ষেতে ‘কারেন্ট পোকা’র আক্রমণ : কৃষকের মাথায় হাত

‎Friday, ‎May ‎08, ‎2015  8:56:47 PM

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জে এবারের ইরি ক্ষেতে কারেন্ট পোকার (বাদামী ঘাস পড়িং) আক্রমণে বহুসংখ্যক কৃষকের মাথায় হাত পড়ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ১নং ওয়ার্ড বলাখাল বিলে কারেন্ট পোকার আক্রমণে উঠতি ইরি জমির ধান সম্পূর্র্ণভাবে নষ্ট হয়ে গেছে। কৃষকগণ বর্তমানে জমিন খালি করার জন্য আক্রন্ত ধান গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। যদিও ধান গাছগুলো তাদের কোনো উপকারে আসবে না। এদের মতো উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদেরও এমন অভিযোগে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহতের আশংকা করা হচ্ছে।

দেখা যায়, কারেন্ট পোকার আক্রমণে বিশেষ করে বর্গা চাষীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা তাদের নিজস্ব জমি না থাকায় এবং অত্যন্ত নি¤œ আয়ের লোক হওয়ায় অন্যের জমিন বর্গা নিয়ে চাষ করে একসাথে কিছু ধান ও খড় পাওয়ার আশায় সর্বস্ব দিয়ে জমিন চাষ করে শেষ মুহূর্তে এসে কারেন্ট পোকার আক্রমণে সর্বস্বান্ত হয়ে পথে বসার উপক্রম।

অনেকেই ইতিমধ্যে ক্ষেতের পাশে গিয়ে হা করে তাকিয়ে থেকে বড় নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরছেন। তবে অভিযোগ কৃষকদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেও অনেকে খালি হাতে বাড়ী পিরে এসেছে।

তাদের অভিযোগ, ওই সময় যদি উপজেলা কৃষি অফিসের লোকজন এ পোকার আক্রমণ প্রতিরোধক ওষুধ ব্যবহার করতো, তাহলে এমন ক্ষতি সাধন হতো না।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা এমন অভিযোগ পায়নি বলে দাবি করেন।

এমআরআর/জেআইজে/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

www.facebook.com/chandpurtimesonline/likes