Home / উপজেলা সংবাদ / হাজিগঞ্জ-ফরিদগঞ্জে আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ
হাজিগঞ্জ-ফরিদগঞ্জে আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ

হাজিগঞ্জ-ফরিদগঞ্জে আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ

তৃতীয় দফার অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়ন আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন পেয়ে যাওয়ার অর্থ এই নয় আপনি চেয়ারম্যান হয়ে গেছেন। এর অর্থ হচ্ছে আপনার দ্বায়িত্ব বেড়ে যাওয়া।

তিনি দলীয় প্রার্থীদের উদ্যোশ্যে বলেন, দলীয় মনোনয়ন নিয়ে আজকেই এলাকায় গিয়ে আপনার সাথে যারা প্রার্থী হয়েছিলেন কিন্তু দলীয় মনোনয়ন পায়নি তাদের কাছে যাবেন। তাদের সাথে কথা বলে এবং ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
এর পরেও যদি কোন প্রার্থী দলের সিদ্বান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নিলে তার আ’লীগ করার অধিকার থাকবে না।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগেরে সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, হাজিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গাজী মাইন উদ্দিন, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহ আলম মিয়া প্রমুখ।

হাজিগঞ্জ উপজেলার মনোনয়নপত্র গ্রহণকারীরা হলেন,  ১নং রাজারগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগের সভাপতি মাহ্ফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, ৩নং কালচোঁ (উওর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবু নছর মিন্টু পাটওয়ারী, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মীর, ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিজি, ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন মিজি, ৯নং গন্ধর্ব্যপুর উওর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল¬ ইসলাম মেলেটারী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন লিটু।
ফরিদগঞ্জের মনোয়নপত্র গ্রহণকারীরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পাটওয়ারী, বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাও. শারাফাত উল্যাহ, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়র সভাপতি স ম জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আলী আক্কাছ ভূঁইয়া, পাইপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সম্পাদক সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া, চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন বাচ্চু, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, রূপসা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ইসকান্দার মিয়া।

হাজিগঞ্জ-ফরিদগঞ্জে আ’লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ

About The Author

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 : আপডেট ১:০৯ এএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার

ডিএইচ