Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর হামলায় ব্যবসায়ী গুরুতর আহত
হাইমচর হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

হাইমচর হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

‎Thursday, ‎11 ‎June, ‎2015   0:13:13

হাইমচর করেসপন্ডেন্ট:

চাঁদপুরের হাইমচর উপজেলার নতুন বাজারের পণ্য মজুদ ব্যবসায়ী দক্ষিণ আলগী ইউনিয়নের মধ্য চরভাঙ্গা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. মিজান ভূঁইয়া চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে তিনি জানান, স্থানীয় দুলাল মিয়া ও তার বাহিনীরা তার কাছে চাঁদা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে দুলাল ও তার বাহিনীরা তার ওপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মিজান ভূঁইয়া হাইমচর বাজারে বিভিন্ন পণ্য মজুদ করে ব্যবসা করে আসছে। কিছুদিন পূর্ব থেকে দুলাল, দুলালের ছেলে রাজু ও তার ভাতিজা বাবুসহ অজ্ঞাত চাঁদাবাজরা মিজানের ব্যবসা করতে হলে তাদেরকে নিয়মিত চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে বলে চাঁদাবাজরা হুমকি দিতে থাকে।

মিজান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে চাঁদার বিষয়টি জানালে দুলাল ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এসময় সন্ত্রাসীরা মিজানকে না পেয়ে তার স্ত্রীকে অকথ্য গালমন্দ করে দেখিয়ে দিবে বলে হুমকি দিয়ে আসে।

পরে বিকেলে মিজান বাজারে আসলে তাকে অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করলে দুলাল গুরুতর আহত হয়।

এ ব্যাপারে মিজানের স্ত্রী হাসিনা বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘আমার স্বামী হাইমচর বাজারে রাহীর (পণ্য মজুদ) ব্যবসা করতেন। দুলাল ও তার লোকজন তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা না দিলে হাইমচর বাজারে ব্যবসা করতে পারবে না ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় আজ (বুধবার) সকাল বেলা আমার বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং আমার সাথে অশোভন আচরণ করে এবং টাকা নিয়ে তাদের সাথে দেখা করতে বলে।’

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ অলি চাঁদপুর টাইমসকে জানান, হামলার ঘটনাটি জানতে পেরেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

এ নিয়ে হাইমচর থানায় একটি চাঁদাবাজি মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি ডিএইচ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না