Home / সারাদেশ / হাইমচর ও হরিপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
হাইমচর ও হরিপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাইমচর ও হরিপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতীয় দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর প্রেসক্লাবে সোমবার (৬ জুন) কেক কাটা ও আনন্দ র‌্যালি ও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল ।

সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে হাইমচর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে ও হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমদার, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কৃষি অফিসার মো. জামাল হোসেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লা বেপারী , হাইমচর প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

এদিকে ঠাকুরগাঁও জেলার হরিপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় হরিপুর উপজেলা প্রেসক্লাব হলরুমে হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামকে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করান।

এর পর সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে প্রেসক্লাব হলরুমে ফ্রেন্ডস ফোরামের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন , হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবির ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ রশিদ, দৈনিক পত্রালাপ প্রতিনিধি আল মামুন চৌধুরী, দৈনিক দিলকাল প্রতিনিধি ইউসুফসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ ।

বিএম ইসমাইল ও ঠাকুরগাঁও প্রতিনিধি :
আপডেট, বাংলাদেশ সময় ০৬:৩৯ পিএম, ৬ জুন ২০১৬, সোমবার
ডিএইচ