Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে রাস্তা প্রশস্তকরণে গাছ কাটা উদ্বোধন
হাইমচরে রাস্তা প্রশস্তকরণে গাছ কাটা উদ্বোধন

হাইমচরে রাস্তা প্রশস্তকরণে গাছ কাটা উদ্বোধন

চাঁদপুরের হাইমচর উপজেলার ঢেলের বাজার থেকে চরভৈরবী বাজার পর্যন্ত ২২ কোটি টাকার বেড়িবাঁধ রাস্তা প্রশস্তকরণ কাজের সুবিধার্থে রাস্তার দু’পাশে থাকা গাছ কাটার উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।

হাইমচরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তাদের দাবীর প্রেক্ষিতে ডাঃ দীপু মনি’র সহযোগিতায় আমাদের পরিশ্রমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২২ কোটি টাকা কাজের অনুমোধন দেয়া হয়।

আগামি ২৭ ডিসেম্বর বেড়ি বাঁধ রাস্তার কাজের টেন্ডার হবে। রাস্তাটি নির্মাণ হলে হাইমচরের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

১৭ ডিসেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলার ডেলের বাজার সংলগ্ম ঐতিহ্যবাহি বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশে থাকা গাছ কাটার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ২নং আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারী, বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি
মোহাম্মদ আলি গাজি, বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক গাজি জাহিদ, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, উপজেলা আ’লীগ সদস্য শামসুল আরফিন বাবলু পাটওয়ারী, ইউপি সদস্য মোঃ আবুল মিজি প্রমুখ।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ০৭ : ২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply