Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি : পুত্রবধূ জেলহাজতে
হাইমচরে বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি : পুত্রবধূ জেলহাজতে

হাইমচরে বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি : পুত্রবধূ জেলহাজতে

গত ১৯ এপ্রিল চাঁদপুর টাইমসে  মা ‘আপনি বিষ খেয়ে মরে গেলে ঝগড়া থামবে’! শিরোনামে প্রকাশিত সংবাদের নিহত বৃদ্ধার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি, আটক পুত্রবধূকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ১৯ এপ্রিল চাঁদপুরের হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নের চরকোড়ালিয়ার কিতাব আলি সরকার কান্দিতে মৃত রেজ্জাক মোল্লার স্ত্রী ৬৫ বছরের বৃদ্ধা আমেনা বেগমের মৃত্যুর সংবাদটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হাইমচর থানায় সংবাদ দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত বৃদ্ধার পুত্র দেলোয়ার হোসেন ও তার স্ত্রী শেফালি বেগমকে থানায় নিয়ে আসে।

দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরেও সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশ বাদী হয়ে শেফালি বেগমের বিরুদ্ধে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৯, তারিখ ১৯,৪,২০১৭। পরে শেফালি বেগমকে কোর্টে প্রেরণ করা হয়।

হাইমচর থানা সূত্রে জানাযায় মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সন্দেহভাজন শেফালি বেগমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি পড়ুন- মা ‘আপনি বিষ খেয়ে মরে গেলে ঝগড়া থামবে’!

প্রতিবেদক- বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪৩ পিএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply