Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী
হাইমচরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী

হাইমচরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী

‘‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হউক উন্নত জীবন ও স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই’’ এই স্লোগানে চাঁদপুরের হাইমচরে ৩১ অক্টোবর সকাল ১১টায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

উপজেলা প্রশাসন, ওয়াটার এইড, ইউএসটি ও ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ক্লোরেইটিভ কাউন্সিলরের যৌথ উদ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি আলগীবাজার সদর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার এসএম সরওয়ার কামাল সভাপতিত্বে ও ইউএসটির এরিয়া কো-অডিনেটর কাজী মোক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, জন স্বাস্থ্য প্রকৌশলী অফিসার ভারপ্রাপ্ত শফিক মোঃ হাসান প্রমুখ।

এর আগে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া অনুশীলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএসটির জেমস গাইন, মাধব চন্দ্র মালসহ শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: ।। আপডেট ০২:৫৪ পিএম ৩১ অক্টোবর, ২০১৫ শনিবার

/ডিএইচ

বিএম ইসমমাইল