Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ছাত্রী ‘অপহরণের ঘটনায়’ থানায় মামলা
rape-nari
প্রতীকী ছবি।

হাইমচরে ছাত্রী ‘অপহরণের ঘটনায়’ থানায় মামলা

চাঁদপুরের হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মিজানুর রহমান ভূঁইয়ার মেয়ে (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ‘অপহরণ’ হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার বিবরণে জানা যা, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তানিয়াকে একই গ্রামের বিল্লাল বেপারীর ছেলে ফয়সাল ও তাঁর সহযোগীরা রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে মিজানুর রহমান ভূঁইয়া বাদী হয়ে হাইমচর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ০২/৭৬ ,তারিখ ৮-৯-২০১৬ ।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ‘৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের মিজানুর রহমানের স্কুলপড়–য়া মেয়ে তানিয়াকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উৎপেতে থাকা বখাটে ফয়সাল তার সহযোগীদের সহযোগিতায় জোর করে সিএনজিতে উঠিয়ে চম্পট দেয়।’

আরো জানা যায়, ‘ফয়সাল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত ধরেই তানিয়াকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন কু-প্রস্তাব ও উত্যক্ত করে আসছে। তারই অপকর্মের কথা বখাটে ছেলের বাবা বিল্লাল বেপারীকে অবগত করলেও কোনো কর্ণপাত করেনি।’

এ বিষয়ে তানিয়ার বাবা জানান, “ আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে বিল্লাল বেপারীর ছেলে প্রায়ই উত্যক্ত করলে তার অভিভাবকের কাছে বিচার দেয়ায় এরই জের ধরে আমার মেয়েকে তুলে নিয়ে যায়।

‘স্থানীয় ইউপি সদস্য ছেলের চাচা মো. কাউসার বেপারীকে অবগত করালে তিনি আমার সাথে ঠাট্টা-মসকারা করে বিষয়টি এড়িয়ে যান। আমি আমার মেয়েকে উদ্ধারের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হাইমচর থানার পুলিশের সহযোগিতা কামনা করছি।’

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

হাইমচরে ছাত্রী ‘অপহরণের ঘটনায়’ থানায় মামলা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply