Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে আব্দুল্লাহ সরকারের মৃত্যুবার্ষিকী
হাইমচরে আব্দুল্লাহ সরকারের মৃত্যুবার্ষিকী

হাইমচরে আব্দুল্লাহ সরকারের মৃত্যুবার্ষিকী

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য ও হাইমচর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ সরকারের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

হাইমচরের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ সরকারের কবরে বিভিন্ন সংগঠনের পুস্পমাল্য অর্পণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা হাইমচর উপজেলা শাখা, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটি, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাইমচর ইউনিয়ন পরিষদ, আব্দুল্লাহ সরকার স্মৃতি সংসদ, শহীদ কাইয়ুম পাঠাগার ও হাইমচর ডিগ্রি কলেজ।

৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত নেতা আব্দুল্লাহ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির অন্যতম নেতা জব্বার বেপারীর সভাপতিত্বে ও আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির দক্ষিণ অঞ্চলের সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হাইমচর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাশ দেওয়ান, পুরান বাজার মেম্বার সুবাস শাহ, হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির অন্যতম নেতা মনতাজ উদ্দিন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ কুমার মজুমদার, ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, নীলকমল প্রধান শিক্ষক মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতিরে সাধারন সম্পাদক নাসির উদ্দিন, শহীদ কাইয়ুম পাঠাগারের পরিচালক আজহারুল ইসলাম বাচ্চু, সুনিল কৃষ্ণ মাঝি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার মজুমদার প্রমুখ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৯:২৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর