Home / সারাদেশ / ফরিদগঞ্জে হলি মিশন একাডেমিতে ক্রীড়া ও পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জে হলি মিশন একাডেমিতে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে হলি মিশন একাডেমিতে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেরার পাইকপাড়া ইউনিয়নের কড়ইতলী চৌ-রাস্তার মোড়ে অবস্থিত হলি মিশন একাডেমিতে (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.খলিলুর রহমান।

তিনি বলেন, ‘শিশুরা হচ্ছে কাঁদা মাটির মত। তাদের যেভাবে গড়ে তুলতে চাইবেন, সেভাবেই গড়তে পারবেন। এ শিশুদের মাঝে লুকায়িত আছে অনেক সম্ভাবনা। তাই অভিভাবকরা সার্বক্ষণিক তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। বর্তমানে কিন্ডার গার্টেনগুলো শিশু শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাদানে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে।’

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক মো. মহসিন হোসেনের পরিচলানায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, ইউপি সদস্য আলী হায়দার উজ্জ¦ল, সমাজ সেবক আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মজুমদার, উপজেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মাসুদ, প্রতিষ্ঠানের সভাপতি ইয়াছিন পাটওয়ারী, মনির চৌধুরী, আলমগীল দর্জি, আলহাজ¦ আব্দুল হক, প্রধানশিক্ষক মো. জসিম উদ্দিন, যুবলীগ নেতা আলাউদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন কাজী, রাসেল খাঁন, সুমন খাঁন, মাহিন মেম্বার, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন পাটওয়ারী প্রমুখ।

আলোচনা সভা শেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

প্রতিবেদক-আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৫৮ পিএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
এইউ

Leave a Reply