Home / সারাদেশ / হরিপুরে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার-আটক ১
হরিপুরে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার-আটক ১

হরিপুরে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার-আটক ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা দোকান থেকে ধাতব (কাঁসা) দ্বারা তৈরি একটি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এসময় ওই দোকানীকে আটক করা হয়।

আটক ব্যক্তি গেদুড়া ইউনিয়নের মরাধার গ্রামের রুহুল আমিন (৩৫)। মূর্তির ওজন ৯শ’ গ্রাম, দের্ঘ্য ৭ ইঞ্চি ও প্রস্থ্য ৪ ইঞ্চি।

মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি নিজ হেফাজতে রাখার অপরাধে রুহুল আমিনকে আটক করা হয়।

৩০/ডি বিজিবির অধীনে কাঠালডাঙ্গী বিওপি’র নায়েক মুহাম্মদ আলী জানান, ‘গোয়েন্দার তথ্যমতে সোমবার দিবাগত রাত্রী ১২টার সময় উপজেলার গেদুড়া ইউনিয়নের মরাধার গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুহুল আমিনের রাড়ি সংলগ্ন নিজস্ব কাঠ-ফার্নিচারের দোকানের ভেতরে মাটিতে পুতেঁ রাখা একটি ধাতব (কাঁসা) দ্বারা তৈরি একটি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। অসৎ উদ্যোশে রাধা-কৃষ্ণ মূর্তি নিজ হেফাজতে রাখার জন্য রুহুল আমিনকেও আটক করা হয়।’

তিনি আরো জানান, ‘রাধা-কৃষ্ণ মূর্তিসহ রুহুল আমিনকে সোমবার সকালে হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ বলেন, ‘সোমবার সকালে ৩০/ডি বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ্য কাঠালডাঙ্গী বিওপি’র নায়েক মুহাম্মদ আলী একটি লিখিত অভিযোগসহ ৯শত গ্রাম ওজন ও দের্ঘ্য-৭, প্রস্থ্য-৪ ইঞ্চির ধাতব দ্বারা তৈরি একটি রাধা-কৃষ্ণ মূর্তি এবং রুহুল আমিনকে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply