Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সড়ক দুর্ঘটনায় নিহতের লাশের মূল্য ৫০ হাজার টাকা
accident-2
প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশের মূল্য ৫০ হাজার টাকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় মোটর সাইকেল চাপায় পৃষ্ট হয়ে বাছেদ সওদাগর (৯০) নামক বৃদ্ধ মারা যায়।

লাশ দাফনের পূর্বেই ঘাতকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানা গেছে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধায় উপজেলার নায়েরগাঁও বাজাওে এ ঘটনাঘটেছে । নিহত বাছেদ সওদাগর মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের মৃত মাইজ উদ্দিন সওদাগরের ছেলে।

জানা যায় বাছেদ সওদাগর ওই দিন সন্ধায় নায়েরগাঁও বাজারের কুমার বাড়ীর সামনে স্থানীয় একটি মসজিদে মাগরিব নামাজ আদায় করে পার্শ্ববর্তী তার মেয়ের শশুড় বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় সে ছিটকে পরে যায়। সাথে সাথে তাকে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাছেদ সওদাগরকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী মোটর সাইকেল আরোহী আশ্বিনপুর বৈদ্ধবাড়ীর অলু মিয়ার ছেলে কালু মিয়াকে আটক করে।

নায়েরগাঁও বাজারের বেশকয়েক জন ব্যাক্তির সাথে আলাপ করলে তারা জানান, লাশ দাফনের পূর্বেই মটর সাইকেল আরোহীকে ৫০ হাজার টাকা জরিমান করে দ্রুত ঘটনাটি সমাধা করে ফেলে।

মতলব দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর তপন চন্দ্র দাস জানান, এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। এছাড়া তারা উভয় পক্ষ সমঝোতা করে নিয়েছে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ০৪:৩৩ পিএম, ১৫ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply