Home / চাঁদপুর / ‘স্বাস্থ্যমন্ত্রী যদি প্রত্যেক মাসে আসতেন’

‘স্বাস্থ্যমন্ত্রী যদি প্রত্যেক মাসে আসতেন’

আশিক বিন রহিম:

অনেকটা আশার সুরে বলেই ফেললেন ‘স্বাস্থ্যমন্ত্রী যদি প্রত্যেক মাসে আসতেন, তবে হাসপাতালটির এমন চিত্র আমরা সবসময় দেখতাম’

চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপালটি জেলা প্রায় ২৫ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র রক্ষাকবচ। এই জেলার পাশাপশি নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুরসহ আসপাশের অনেক জেলার গরিব ও অসহায় রোগীরাও প্রতিদিন ছুটে আসেন সরকারি এই হাসপাতালটিতে।

স্বাস্থ্যমন্ত্রী আসছেন বলে পাল্টে গেলো হাসপাতালের দৃশ্যপট

দালালদের চরম দৌরাত্ম্য, চিকিৎসকদের ইচ্ছেমতো ডিউটিতে আসা এবং চলে যাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন খাবার পরিবেশনসহ নানাবিদ সমস্যার রাহুগ্রাস থেকে কিছুতেই বের হতে পারেনি এই হাসপাতালটি। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্ম নাসিম এমপি চাঁদপুরে আসছেন তাই হঠাৎ করেই পাল্টে যায় হাসপাতালে চিরচেনা চিত্র।

মন্ত্রী আসবেন বলে ক’দিন আগ থেকেই ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে হাসপাতালের সকল ময়লা-আর্বজনা। দেয়ালগুলোতে নতুন রঙের প্রলেপ ও বিভিন্ন নির্দেশনামূলক লেখা এখন শোভা পাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আসছেন বলে পাল্টে গেলো হাসপাতালের দৃশ্যপট

সোমবার চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার সর্বশেষ প্রস্তুতি। এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বলেতে শোনা যায় ‘স্বাস্থ্যমন্ত্রী যদি প্রত্যেক মাসে আসতেন, তবে হসপাতলটি এমন চিত্র আমরা সবসময় দেখতাম’।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/2015।