Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পুর্নাঙ্গভাবে উপভোগ করা সম্ভব নয়’
অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পুর্নাঙ্গভাবে উপভোগ করা সম্ভব নয়

‘অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পুর্নাঙ্গভাবে উপভোগ করা সম্ভব নয়’

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বলেছেন, বাঙ্গালী যে বীরের জাতি তা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে প্রমানিত হয়েছে। অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পুর্নাঙ্গভাবে উপভোগ করা সম্ভব নয়। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার জনগনের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।

বুধবার (১৭ মে) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে দু’কোটি ৬৫ লখ টাকা ব্যয়ে মহান মুক্তিযোদ্ধাদের আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকার নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছে। বিদ্যুৎ এখন বিলাসিতা নয়, বিদ্যুৎ এখন নিত্য প্রয়োজনীয় বস্তু। গ্রামে গ্রামে পাকা রাস্তা হচ্ছে। দেশ গ্রামে ভাতের অভাব নেই। আগে দেশ গ্রামে ভাতের অভাব ছিলো। সন্ধ্যার পর ডাক আসতো মাগো চারডা ভাত দেন, না থাকলে একটু হেন দেন না গো মা। বর্তমান বাংলাদেশ আজ আর আগের সেই অবস্থায় নেই।’

শামছুল হক ভুঁইয়া বলেন, ‘দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই বৃহত্তর বাঙ্গালি জাতি গোষ্ঠির উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসাবে বিজয়ী করতে হবে। জয় বাংলা শ্লোগান প্রতিষ্ঠা করেই ফরিদগঞ্জের আসনটি শেখ হসিনাকে উপহার দেওয়া হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপাদারের সভাপতিত্বে ও সুবেদার মো. সরোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা এলজিইডি প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক রহিত-উল ইসলাম (প্রিন্স) প্রমুখ।

প্রতিবেদক-আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ১৫ পিএম, ১৭ মে ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply