Home / চাঁদপুর / স্বস্তির বর্ষণ : তবুও চাঁদপুরবাসীর দুর্ভোগ
স্বস্তির বর্ষণ : তবুও চাঁদপুরবাসীর দুর্ভোগ
চাঁদপুর

স্বস্তির বর্ষণ : তবুও চাঁদপুরবাসীর দুর্ভোগ

বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫ ০৯:৫২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :

টানা ক’দিনের তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছিলেন চাঁদপুরবাসী।

সকলে বসে অপেক্ষার প্রহর গুণেছেন কখন আসবে স্বস্তির বৃষ্টি। প্রার্থনায় ছিল গোটা চাঁদপুরবাসী। আর তারই অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণের দেখা মিলে। প্রচন্ড গরমে একটু বৃষ্টি যেমন হয়ে ওঠে মানুষের জন্যে আর্শীবাদ, তবে বৃষ্টি, ঝড়-তুফান ও বজ্রপাতের মাত্রা বেড়ে ভারী বর্ষণে পরিণত হলে আর্শীবাদ যেনো দুর্ভোগের অভিশাপে পরিণত হয়। শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সাময়িক যানচলাচল কিছুটা বিঘ্নিত হয়।

এছাড়াও চাঁদপুর জেলায় বিভিন্ন স্থানে বজ্রপাতে কমপক্ষে ২০ জন আহত এবং বিভিন্ন স্থানে ঝড়তুফানে গাছপালা উপড়ে পড়ে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না