Home / উপজেলা সংবাদ / হাইমচর / স্কুল শিক্ষার্থীদের মানবসেতুতে হাঁটা উপজেলা চেয়ারম্যানের জামিন বাতিল
স্কুল শিক্ষার্থীদের মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

স্কুল শিক্ষার্থীদের মানবসেতুতে হাঁটা উপজেলা চেয়ারম্যানের জামিন বাতিল

চাঁদপুরের হাইমচরের একটি স্কুলে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটা হাইমচরের সেই উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছে হাইকোর্ট।

একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষে বুধবার (১৯ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহরিয়ার কবির ও সারওয়ার হোসেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শ. ম. রেজাউল করিম। উচ্চ আদালতের এই রায়ের ফলে নূর হোসেন পাটোয়ারীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান আবেদনকারীর আইনজীবী মো. শাহরিয়ার কবির।

মানবসেতুতে হাঁটা নূর হোসেন পাটোয়ারীকে দেয়া জামিনের আদেশ বাতিল চেয়ে ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের শুনানি শেষে গত ২৫শে এপ্রিল রুল জারি করে হাইকোর্ট। রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা চাওয়া হয়। মঙ্গলবার ওই রুলের শুনানি শেষে আদালত এ রায় দেন।

প্রসঙ্গত, গত ৩০শে জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।

এ ঘটনার ভিডিও চিত্র প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরদিন ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।

ওই মামলায় গত ২৯শে মার্চ চাঁদপুরের শিশু আদালত নূর হোসেন পাটোয়ারীর জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৯ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply