Home / আন্তর্জাতিক / সৌদি আরব এ বছর ৩ হাজার শ্রমিক নেবে : কর্মরত ১৩ লাখ
সৌদি আরব এ বছর ৩ হাজার শ্রমিক নেবে : কর্মরত ১৩ লাখ

সৌদি আরব এ বছর ৩ হাজার শ্রমিক নেবে : কর্মরত ১৩ লাখ

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে ৩ হাজার শ্রমিক নিতে যাচ্ছে সৌদি আরবের জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানি। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে মতবিনিময়ের সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহাদ আল সুলাইম এ রাষ্ট্রদূতকে এ তথ্য জানান।

পরে সৌদি আরবের বাংলাদেশ মিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মসীহ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি নিয়োগ দেয়ার জন্য সৌদি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।’

গোলাম মসীহ বলেন,‘সৌদি আরবের কর্ম পরিবেশ,সংশ্লিষ্ট বিষয়ে কাজের ধারণা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেয়া হলে শ্রমিকদের সক্ষমতা বাড়বে।’

প্রসঙ্গত,বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। সরকারি হিসাবে গত বছর পর্যন্ত প্রায় ১৩ লাখ বাংলাদেশি দেশটিতে কর্মরত।

মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো.সারওয়ার আলম,প্রথম সচিব (শ্রম) মো.আসাদুজ্জামান,দ্বিতীয় সচিব (প্রেস) মো.ফখরুল ইসলাম,সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো.আব্দুল ওয়াহাবসহ অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : সাগর চৌধুরী
:আপডেট,বাংলাদেশ সময় ৫ : ১০ পিএম,২৭ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply