Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদি আরবে ৯ বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু

সৌদি আরবে ৯ বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু

সাগর চৌধুরী, সৌদি আরব :
সৌদি আরবে আরো এক বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯জন হজ্বযাত্রী মৃত্যুবরণ করলেন । এদের মধ্যে একজন নারী বাকি আটজন পুরুষ ।

সর্বশেষ রোববার (৩০সেপ্টেম্বর) ঢাকা জেলার ভাটারার মোহাম্মদ বদিউল আলম খাঁন (৬২ পাসপোর্ট নম্বর বিবি ০৮৮৩৩০৩) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন।

এর আগে ২৯সেপ্টেম্বর গাইবান্ধা জেলার মোছাঃ মারুফা শাহজাহান শায়লা (৩৭) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৬৫৭২৭১। ২৭সেপ্টেম্বর তারিখ যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭) পাসপোর্ট নম্বর বি এ০৯৮৬৩৭৮, ২৬ সেপ্টেম্বর নওগাঁর মোহাম্মদ আফজাল হোসেন (৭৯) পাসপোর্ট নম্বর বিই ০৭৫০৫৪২, ২৩সেপ্টেম্বর কুমিল্লার মোঃ গাজী রহমান (৭৭) পাসপোর্ট নম্বর বি ই০৩১৮৯৯৭। ২৩সেপ্টেম্বর শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯) পাসপোর্ট নম্বর বি ই ০৪৩২৯২৫, ২০সেপ্টেম্বর কুমিল্লা জেলার শফিকুল ইসলাম (৬৫) পাসপোর্ট নম্বর বি ই০৬৫৫০৯৪ ইন্তেকাল করেন। একই দিন দিনাজপুরের মোঃ আম্বর আলী (৫২) পাসপোর্ট নম্বর বি ই০২৪৬১৫৯ পবিত্র মদিনায় ইন্তেকাল করেন।

১৮সেপ্টেম্বর তারিখ ঢাকা জেলার মীর লিয়াকত আলী (৬১) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন তাঁর পাসপোর্ট নম্বর বি এফ ০২৫৮৫২০। এদের অধিকাংশরাই বার্ধক্যজনিত কারণে মারা যান।

পবিত্র মক্কা এবং মদিনায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্ক সূত্র এই নয়জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানায়, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া ফ্লাইট গত ১৬ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে, শেষ হবে ২৭ অক্টোবর।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজ্বযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। গত ২৯ আগস্ট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৮ টি, মোট ১২১ টি ফ্লাইটযোগে সৌদি আরবে আগত সর্বমোট হজ্জযাত্রী ৪৫,৮৪৮ জন । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ২,৩৮৪ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ৪৩,৪৬৪ জন সৌদি আরব পৌঁছেন । এ বছর ৭৮৩টি এজেন্সি বেসরকারি হজ ব্যবস্থাপনার অনুমোদন পেয়েছে ।