Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত
accident-2
প্রতীকী ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন― আবু আল মাহমুদ (টাঙ্গাইল), সোহেল মিয়া (কিশোরগঞ্জ), নজরুল ইসলাম (টাঙ্গাইল), এরশাদ আলী (নবাবগঞ্জ, ঢাকা) ও মোহাম্মদ আলী (টাঙ্গাইল)। আহত দুইজন হলেন― নান্নু মিয়া ও আবদুল খালেক।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মিনিবাসে করে এসব বাংলাদেশি কর্মী শনিবার সকালে তাদের কর্মস্থলে যাওয়ার পথে ওলাইয়া স্থানে পেছন দিক থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্থানীয় সেমনি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রথম সচিব (শ্রম) নুর মোহাম্মদ মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত জানতে সারোয়ার আলম (দূতাবাসের শ্রম কাউন্সিলর) স্যারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

বিস্তারিত জানতে সারোয়ার আলমকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৫অপরাহ্ন, ০৫ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর