Home / কৃষি ও গবাদি / সৌদিতে ১,৭০৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১,৭০৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

‎Friday, ‎03 ‎April, ‎2015  07:35:51 PM

চাঁদপুর টাইমস ডট কম :

সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স থেকে গত এক সপ্তাহে ১ হাজার ৭০৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার আরব নিউজ তাদের এক খবরে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের কাছে বৈধ আবাসনের কাগজপত্র ছিল না। তবে এদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না তা জানানো হয়নি।

দেশটি থেকে অবৈধ অভিবাসী হঠাতে গত মাসে শুরু করা দ্বিতীয় অভিযানে এদেরকে ইস্টার্ন প্রভিন্সের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি, ডাকাতি, অবৈধ শ্রমিকদের নিয়োগ ও মদ বানানোর মতো অপরাধ দমনে কাজ করে যাচ্ছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

সৌদি সরকারি এক সূত্র জানায়, অবৈধ অভিবাসীদের মাধ্যমে সৌদিতে অধিকাংশ অপরাধই সংগঠিত হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা এদেশে বসবাস করছে। ফলে সরকার এসব অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

প্রসঙ্গত, সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বৈধ হতে কয়েক দফা সুযোগ দেন দেশটির প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ। এসময় সাধারণ ক্ষমায় কোনো শাস্তি ছাড়াই অবৈধ অধিবাসীদের সৌদি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ২০১৩ সালের ১ নভেম্বর সে মেয়াদ শেষ হয়।

এর প্রেক্ষিতে সৌদিতে অবৈধ প্রবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার বা কাজ ও আবাসন অবস্থা সংশোধন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার পরও তারা তা করেনি।

চাঁদপুর টাইমস : এমআরআর