Home / ইসলাম / সৌদিতে শনিবার থেকে রোজা
সৌদিতে শনিবার থেকে রোজা

সৌদিতে শনিবার থেকে রোজা

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার কোথায়ও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।প্রথম রোজার জন্য শুক্রবার রাতে সেহেরি খাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিমরা ।

বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

এর আগে আলআরাবিয়া গনমাধ্যমে প্রকাশিত জ‌্যোর্তিবিদ্যার এক গবেষক ড. খালেদ ধারণা করেন, চলতি বছরের রমজান মাস ২৭ মে শনিবার শুরু হয়ে শেষ হবে শনিবার ।

তিনি বলেন, এ বছর রমজানের সংখ্যা ২৯ দিনই হবে এবং ৪ টি জুমআ দিন পড়বে । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেন, এ বছরের রমজান মাস মনি বারে শুরু হয়ে শনিবার শেষ হবে ।

বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান প্রতিবছর রোজা পালন করেন।

সাগর চৌধুরী
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৪ পিএম, ২৫ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply