Home / উপজেলা সংবাদ / কচুয়া / সৌদিতে বোমা হামলায় নিহত কচুয়ার অহিদের লাশ দেশে আসছে আজ
সৌদিতে বোমা হামলায় নিহত কচুয়ার অহিদের লাশ দেশে আসছে আজ

সৌদিতে বোমা হামলায় নিহত কচুয়ার অহিদের লাশ দেশে আসছে আজ

সৌদি আরবের জিজানে ইয়েমেনি বিদ্রোহী হুতি বোমা হামলায় নিহত চাঁদপুরের কচুয়া উপজেলার অহিদ আলী (৪৯) এর লাশ দেশে আসছে আজ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিমান বন্দর থেকে লাশ গ্রহণ করবে তার পরিবার। বিষয়টি অহিদের ছেলে রাসেল মুঠোফোনে চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

নিহত অহিদ চাঁদপুরের কচুয়া উপজেলার বরুচর গ্রামে। আকমত আলীর ছেলে। অহিদ মিয়া দীর্ঘ ১২ বছর প্রবাসে ছিলেন। দেশে ছুটিতে দু’মাস বিদেশে অবস্থান করার পর মর্মান্তিক এ হামলায় নিহত হন।

গত ৩১ ডিসেম্বর সৌদি আরবের জিজানে ইয়েমেনি বিদ্রোহী হুতি বোমা হামলায় আহত হয়ে আট দিন ওই শহরের বাদশাহ ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৭ জানুয়ারি মারা যান।

তার মৃতদেহ দীর্ঘ ৬ মাস হাসপাতালের হিমাগারে আজ তার লাশ শোকাহত স্বজনরা গ্রহণ করবেন।

ওই সময় বোমা হামলা থেকে বেঁচে যাওয়া জিজান প্রবাসী বাংলাদেশি জাকির হোসেন জানান, ঘটনার দিন অহিদের সৌদি কপিলের ( স্পন্সর) বসত বাড়ীতে বোমা হামলা হয়। কপিলের খবর নিতে তার বাড়ীতে গেলে পরবর্তি বোমা হামলার শিকার হয়ে গুরুতর আহত হন অহিদ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় বোমার আঘাতে কপিলের ২ সন্তান ও ভারতের কেরালা প্রদেশের এক প্রবাসী নিহত হয়।

এদিকে নিহত অহিদ মিয়ার লাশ ফিরে তা পেতে অপেক্ষায় রয়েছে বৃদ্ধ মা ও স্ত্রী, সন্তানরা।

এ সংক্রান্ত চাঁদপুর টাইমসের আগের প্রতিবেদনগুলো পড়ুন-

১ম – সৌদিতে বোমা হামলায় বাংলাদেশি অহিদ নিহত

২য় – সৌদি আরবে বোমা হামলায় নিহত কচুয়ার অহিদ : বাড়িতে শোকের মাতম

চাঁদপুর টাইমস রিপোর্ট : আপডেট, বাংলাদেশ সময়  ৫:০০ এএম,  ১৪ জুলাই  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ