Home / সারাদেশ / সুন্দরবনে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে দমকল ও স্থানীয়রা
সুন্দরবনে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে দমকল ও স্থানীয়রা

সুন্দরবনে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে দমকল ও স্থানীয়রা

সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহায়তায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাকতাই রেঞ্জের ধানসাগর স্টেশন নাংলী টহল ফাঁড়ির মাদরাসাছিলা এলাকার বনাঞ্চলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, আজ সকালে স্থানীয় জনগণ আগুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগ স্থানীয় জনগণের সহায়তায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বেলা সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল।

এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার লাইন কাটা হয়েছে। আনুমানিক ২ একর জায়গাজুড়ে এ আগুনের বিস্তৃতী রয়েছে।

চাকতাই রেঞ্জ কর্মকর্তা মেহেদী জামান ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণ তদারকি করছেন। তিনি নয়া দিগন্তকে বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩ : ৩০ পিএম, ২৬ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply