Home / সারাদেশ / দিবাগত রাত ১২ টায় চালু সিএনজি স্টেশন
cngs-statioN..........
প্রতীকী ছবি

দিবাগত রাত ১২ টায় চালু সিএনজি স্টেশন

সিএনজি স্টেশনগুলো রাত বন্ধ থাকার পর বুধবার দিবাগত রাত ১২ টায় চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিপু। বুধবার (২৮ জুন )সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই জানিয়ে আসছি যে, বিবিয়ানা গ্যাসফিল্ড সার্ভিসিংয়ে যাবে। ঈদের আগে থেকেই আমরা সবাইকে জানিয়ে আসছি। আমরা পেপারেও দিয়েছি, টিভি স্ক্রলেও গেছে। এটি খুব বেশিক্ষণ না,২৪ ঘণ্টা।

সারাদেশে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে তিতাসের গ্যাস

সারাদেশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেবা ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র সংস্কার করার জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সেবা বন্ধ থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ জুন ) রাত ১২টা থেকে আজ বুধবার (২৮ জুন ) রাত ১২টায় শেষ হবে। ’

বিপু বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিলো,পাওয়ার প্লান্ট নিয়ে। আমি দেখেছি যে,পাওয়ার প্লান্টের সমস্যা হচ্ছে না। এখন যে অবস্থায় আছে, সেখানে প্রায় ৫শ-৬ম এমএমসিএফ কমে গেছে। কিন্তু আমরা স্ট্যাবল অবস্থায় আছি। সব জায়গায় রীতিমতো বিদ্যুৎ দিতে পারছি।

কারণ,আমাদের হাতে রিজার্ভ ছিলো। সেটি দিয়ে মোটামুটি কাভার করে ফেলেছি’।

চলতি বছর এখন পর্যন্ত ১১ হাজার ট্রান্সফরমার বিকল হয়েছে জানিয়েছেন । প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গ্রামেও ভালো অবস্থা যাচ্ছে। পুরনো লাইনগুলো পরিবর্তন করতে হচ্ছে। রাঙামাটিতে ধসের কারণে প্রায় আড়াইশ’ ট্রান্সফরমার বিকল হয়েছে। কক্সবাজারে ঝড় এলো। সব মিলিয়ে এ বছর ১১ হাজার ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। সেগুলো পাল্টাতে হচ্ছে’।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:৫০ পি.এম, ২৮ জুন ২০১৭,বুধবার
এ.জি

Leave a Reply