Home / জাতীয় / হঠাৎ ভূ কম্পনে কেঁপে উঠলো সারাদেশ : মাত্রা ৬.৮
Earth quack
প্রতীকি ছবি

হঠাৎ ভূ কম্পনে কেঁপে উঠলো সারাদেশ : মাত্রা ৬.৮

এ মাত্র পাওয়া, সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভুত হয়।

মুঠোফোনেও চাঁদপুর টাইমসকে একাধিক পাঠক জানিয়েছন।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে। মাত্রা ৬.৮। ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ৮৪ কিলোমিটার। তবে ‌সংস্থাটি এর আগে জানিয়েছিলো কম্পনের মাত্রা ৬.৭।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

: প্রথম আপডেট, বাংলাদেশ সময় ৪:৪২ পিএম, ২৪ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ