Home / খেলাধুলা / সাকিব আল হাসানকে ‘টেস্ট ছুটি’ দিল বিসিবি
সাকিব আল হাসানকে ‘টেস্ট ছুটি’ দিল বিসিবি

সাকিব আল হাসানকে ‘টেস্ট ছুটি’ দিল বিসিবি

ক্লান্তি অনুভব করছেন। তাই আপাতত টেস্ট ক্রিকেট থেকে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের সেই আবেদনে সাড়াও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে পুরোপুরি নয়। সাকিব ছুটি চেয়েছিলেন ৬ মাসের জন্য। সেখানে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আপাতত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি দিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে সোমবার (১১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি।

আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায় আমরা তাকে নেব। যদি সে চিন্তাভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে যাচ্ছে না। ওর যদি ইচ্ছে হয় দ্বিতীয় টেস্টে খেলবে।’

সাকিবের মতো এমন একজন অপরিহার্য খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সঙ্গে ওর অবস্থাও দেখতে হবে। সে মানসিক ও শারীরিকভাবে কী অবস্থায় আছে, সেটা আমাদের দেখতে হবে। আমরা চাই না বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হোক বা মাশরাফির মতো সে চোটে পড়ুক।’

টেস্ট থেকে ছুটি চাইলেও এ সময়ে ওয়ানডে ও টি২০ ক্রিকেট খেলা চালিয়ে যেতে চেয়েছেন সাকিব। তাহলে শুধু মাত্র কেন টেস্ট থেকে দূরে থাকতে চান তিনি? এটা কি টেস্ট ম্যাচের প্রতি সাকিবের মনে জন্ম নেওয়া অনীহার বহিঃপ্রকাশ? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘টেস্টে তার পারফরম্যান্স খুবই ভালো। মনে হয় না টেস্ট ক্রিকেট থেকে তার মন উঠে গেছে।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৭: ০০ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply