Home / খেলাধুলা / সহজে হার মানবে না টাইগাররা
সহজে হার মানবে না টাইগাররা
ফাইল ছবি

সহজে হার মানবে না টাইগাররা

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সেখানে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৫ ও ৬ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে টাইগাররা। এর আগে মুশফিক জানালেন, ভারতের বিপক্ষে সহজেই হার মানবেন না তারা।

কলকাতায় ভারতের একটি অনলাইন নিউজপেপারে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের একটি সাক্ষাতকার নিয়েছে। সেখানে মুশফিক বলেন, ‘গ্যারান্টি দিচ্ছি আমরা সহজে আত্মসমর্পণ করবো না।’

বৃহস্পতিবার বিকেলে হায়দ্রাবাদ পৌঁছেছে বাংলাদেশ দল। ওখানে রাজিব গান্ধী স্টেডিয়ামে টেস্টে। তার আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ ৫ ও ৬ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। এই প্রথম ভারতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল।

বাংলাদেশে মুশফিক বিস্ময় প্রকাশ করেছিলেন কেন সবাই টেস্ট ম্যাচটাকে ‘ঐতিহাসিক’ বলছে তা ভেবে। কিন্তু এই সংবাদপত্রটি মুশফিককে কোট করেছে এভাবে, ‘আমাদের জন্য এটা অবশ্যই একটা ঐতিহাসিক ম্যাচ। ভারতে আমরা আমাদের প্রথম টেস্ট খেলতে যাচ্ছি। লম্বা দৈর্ঘের ক্রিকেটে যে আমরা ভালো দল সেটা আমাদের প্রমাণ করতে হবে।’

খুব স্বাভাবিক ভাবে বিরাট কোহলির শক্তিশালী ভারত দলের প্রসঙ্গ আসে। যেটি গেল কিছুদিনের মধ্যে ইংল্যান্ডকে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজে হারিয়েছে। দেশের মাটিতে টেস্টে দারুণ সাফল্য কোহলির দলের। টানা ৫টি সিরিজ জিতেছে। কোনো দল তাদের সামনে দাঁড়াতে পারে না। মুশফিক তাই সতর্ক হয়েই বলেছেন, ‘এখন সব সংস্করণের ক্রিকেটে বিরাট কোহলির নেতৃত্বে ভারত খুব ভালো খেলছে। আমাদের জন্য এটা অবশ্যই কঠিন একটা সিরিজ হবে। কোহলি ছাড়াও ভারতের গোটা ব্যাটিং লাইন আপই খুব শক্ত। তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আমাদের খুব ভালো বল করতে হবে।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply