Home / লাইফস্টাইল / সর্বাধিক বেতন পাওয়া যায় এমন ৩৭টি পেশার তালিকা
সর্বাধিক বেতন পাওয়া যায় এমন ৩৭টি পেশার তালিকা

সর্বাধিক বেতন পাওয়া যায় এমন ৩৭টি পেশার তালিকা

কোনো কোনো পেশায় নিয়োজিত হওয়া যেমন সহজ তেমন বেতনও কম। আবার কোনো পেশা রয়েছে যেখানে কাজ শুরু করার জন্য বহু বছর ধরে পড়াশোনা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়।

সেসব পেশায় স্বভাবতই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেশি থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় যেসব পেশায়, তা তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

৩৭. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন রিসার্চ গবেষক (গড় বার্ষিক বেতন ১,১৫,৫৮০ ডলার) ৩৬. অপটোমেট্রিস্ট (গড় বার্ষিক বেতন ১,১৫,৭৫০ ডলার)

৩৫. জাজ, ম্যাজিস্ট্রেট জাজ বা ম্যাজিস্ট্রেট (গড় বার্ষিক বেতন ১,১৬,১০০ ডলার)

৩৪. হিউম্যান রিসোর্স ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১১৭,০৮০ ডলার)

৩৩. পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার (গড় বার্ষিক বেতন ১১৮,০৫০ ডলার)

৩২. পদার্থবিদ (গড় বার্ষিক বেতন ১১৮,৫০০ ডলার)

৩১. এয়ার ট্রাফিক কন্ট্রোলার (গড় বার্ষিক বেতন ১১৮,৭৪০ ডলার)

৩০. ফার্মাসিস্ট (গড় বার্ষিক বেতন ১১৯,২৭০ ডলার)

২৯. পাবলিক রিলেশন্স বা ফান্ডরাইজিং ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১১৯,৩৯০ ডলার)

২৮. জেনারেল বা অপারেশন্স ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১১৯,৪৬০ ডলার)

২৭. কমপেনসেশন অ্যান্ড বেনিফিট ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১২১,৬৩০ ডলার)

২৬. আইন প্রফেসর (গড় বার্ষিক বেতন ১২৬,২৩০ ডলার) ২৫. সেলস ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৩০,৪০০ ডলার)

২৪. ফাইন্যান্সিয়াল ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৩৪,৩০০ ডলার)

২৩. পডিয়াট্রিস্ট (গড় বার্ষিক বেতন ১৩৬,১৮০ ডলার)

২২. আইনজীবী (গড় বার্ষিক বেতন ১৩৬,২৬০ ডলার) ২১. এয়ারলাইন পাইলট, সহ-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার (গড় বার্ষিক বেতন ১৩৬,৪০০ ডলার)

২০. ন্যাচারাল সায়েন্সেস ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৩৬,৫৭০ ডলার) ১৯. মার্কেটিং ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৪০,৬৬০ ডলার)

১৮. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৪১,০০০ ডলার)

১৭. আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (গড় বার্ষিক বেতন ১৪১,৬৫০ ডলার)

১৬. পেট্রলিয়াম ইঞ্জিনিয়ার (গড় বার্ষিক বেতন ১৪৯,৫৯০ ডলার) ১৫. নার্স অ্যানেসথেটিস্ট (গড় বার্ষিক বেতন ১৬০,২৫০ ডলার)

১৪. প্রসথোডোনটিস্ট (গড় বার্ষিক বেতন ১৬১,০২০ ডলার) ১৩. ডেনটিস্ট (বিশেষজ্ঞ) (গড় বার্ষিক বেতন ১৭১,০৪০ ডলার)

১২. ডেনটিস্ট (সাধারণ) (গড় বার্ষিক বেতন ১৭২,৩৫০ ডলার)

১১. শিশু চিকিৎসক (সাধারণ) (গড় বার্ষিক বেতন ১৮৩,১৮০ ডলার)

১০. প্রধান নির্বাহী (গড় বার্ষিক বেতন ১৮৫,৮৫০ ডলার)

. ফ্যামিলি অ্যান্ড জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার (গড় বার্ষিক বেতন ১৯২,১২০ ডলার)

৮. মনোবিদ (গড় বার্ষিক বেতন ১৯৩,৬৮০ ডলার) ৭. জেনারেল ইন্টার্নিস্ট ডাক্তার (গড় বার্ষিক বেতন ১৯৬,৫২০ ডলার)

৬. ফিজিশিয়ান ও সার্জন (গড় বার্ষিক বেতন ১৯৭,৭০০ ডলার)

৫. অর্থডেনটিস্ট (গড় বার্ষিক বেতন ২২১,৩৯০ ডলার)

৪. প্রসূতি এবং স্ত্রীরোগ বিশারদ (গড় বার্ষিক বেতন ২২২,৪০০ ডলার)

৩. ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন (গড় বার্ষিক বেতন ২৩৩,৯০০ ডলার)

২. সার্জন (গড় বার্ষিক বেতন ২৪৭,৫২০ ডলার)

১. অ্যানেসথেসিওলজিস্ট (গড় বার্ষিক বেতন ২৫৮,১০০ ডলার)

Leave a Reply