Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / শপথ নিয়েই ফরিদগঞ্জবাসীকে যে ম্যাসেজ দিলেন সাংবাদিক শফিকুর রহমান
shafiqur rahman
সাংসদ শফিকুর রহমান (ফাইল ছবি)

শপথ নিয়েই ফরিদগঞ্জবাসীকে যে ম্যাসেজ দিলেন সাংবাদিক শফিকুর রহমান

মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘ফরিদগঞ্জের দুঃখ দূর করবো।’

মাদক আর দুর্নীতির সঙ্গে অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশাকে ফরিদগঞ্জের দুঃখ হিসেবে চিহ্নিত করেন সাংবাদিক শফিকুর রহমান। তরুণদের কর্মসংস্থান নিয়ে তার ভাবনার কথাও জানান তিনি।

শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে গণমাধ্যমে সাক্ষাৎকারে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন শফিকুর রহমান।

সাংবাদিক সমাজে সজ্জন হিসেবে পরিচিত শফিকুর রহমান বলেন, ‘ফরিদগঞ্জের এক নম্বর সংকট-যেটাকে ফরিদগঞ্জের দুঃখ বলেছি সেটা হলো মাদকাসক্তি। মাদকের ব্যবসা, মাদকাসক্তি; এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতি এগুলোর বিরুদ্ধে হচ্ছে আমার যুদ্ধ।’

‘পুরো ফরিদগঞ্জ এখন মাদকের হাব হয়ে গেছে। সবাইকে নিয়ে এই তিনটির বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং এই যুদ্ধেও জিতবো ইনশাল্লাহ।’

বরাদ্দ এলে জনসভা ডেকে প্রকাশ করবো
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা শফিকুর রহমান বলেন, ‘অতীতে একজন সংসদ সদস্য কিছু গুণ্ডাপাণ্ডার পৃষ্ঠপোষকতা করতেন। যত টাকা পয়সা তাদের জন্য গেছে। কেউ বলতে পারবে না টাকা কোথায় গেছে?’

‘আমি নিজে ঘোষণা দিয়েছি যত সরকারি বরাদ্দ আসবে আমি জনসভা ডেকে সেটা প্রকাশ করবো এবং ওই এলাকার লোকজনকে ডেকে কাজ করবো।’

তিনি বলেন, ‘যেটা আমি প্রেসক্লাবে করেছি। প্রেসক্লাবে শ্বেতপত্র প্রকাশ করেছি। প্রত্যেক মাসে কত আয় হয়, ব্যয় হয় সব প্রকাশ করতে হয়।’

সততার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, ‘যে জিনিসটা দরকার, সেটা হলো আমাদের একটু সততার সঙ্গে কাজ করতে হবে। আমাদের দেশে যেটা হয়, একজন সংসদ সদস্যের অর্থ আত্মসাতের কোনো প্রয়োজন পড়ে না। সে যা সুযোগ-সুবিধা পায় এতেই তার চলে যায় এবং ভালোভাবেই চলে যায়।’

‘নেত্রী (শেখ হাসিনা) বলেছেন সম্পদের প্রয়োজন নেই। সন্তানরাই আমার সম্পদ। আমিও সেটাই বিশ্বাস করি।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী শফিকুর রহমান বলেন, ‘আমি স্বচ্ছল একজন মানুষ। আমি যদি বলি আমার সম্পদ নেই, গুনাহ হবে। আল্লাহ আমাকে দিয়েছেন। একজন মানুষের চলার জন্য যা প্রয়োজন সবই আছে। আমার তো কোনো অভাব নেই। সবচেয়ে বড় কথা আমার চাহিদা কম। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি।’

জনগণ আর আমার মধ্যে কাউকে ঢুকতে দেবো না

সংসদ সদস্যের কাছের লোক ইত্যাদি সাইনবোর্ড ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সাংবাদিক শফিকুর রহমান বলেন, তাদের বলবো ‘ভালো হয়ে যান।’

তিনি বলেন, ‘আমি জ্ঞানত কাউকে অ্যালাউ করবো না। সে আমার পরিবারেরই হোক, দলেরই হোক কিংবা কোনো মহান ব্যক্তিত্বের পক্ষ থেকেই হোক। আমি এগুলো অ্যালাউ করবো না।’

‘আমি চেষ্টা করবো। জনগণ আর আমি এর বাইরে আমি আর কাউকে ঢুকতে দেবো না।’

শফিকুর রহমান বলেন, ‘আমি জানি এতে অনেক শত্রু হবে। শত্রুর ভয় করলে তো রাজনীতি করা উচিত না, নির্বাচন করাও উচিত না। তাই না।’

বার্তা কক্ষ
৩ জানুয়ারি, ২০১৯