Home / বিশেষ সংবাদ / সবচেয়ে বেশি অর্থ আয় করা দশ দেশের ১০ ক্রিকেটার
সবচেয়ে বেশি অর্থ আয় করা দশ দেশের ১০ ক্রিকেটার

সবচেয়ে বেশি অর্থ আয় করা দশ দেশের ১০ ক্রিকেটার

একটা সময় ক্রিকেট খেলাটা ছিল ধনীদের জন্য। বিলাসিতা করে তারা ক্রিকেট খেলতো। কিন্তু সময়ের সাথে সাথে ক্রিকেট এখন সর্বজনীন খেলা। প্রোপেসনালি ধনী ঘরের থেকেও গবির গরের সন্তানদের ক্রিকেটে আনাগোনা বেশি দেখা মিলে।

বর্তমানে প্রায় ১০০ও বেশি দেশে ক্রিকেট খেলা চলে। তবে আন্তর্জাতিক ভাবে এর সংখা মাত্র ২০/৩০ দেশ হবে।

চলুন এক নজরে দেখেনি বিশ্ব ক্রিকেটের ১০ দেশের সেরা দশ অর্থ উপার্জনকারি ক্রিকেটার:

*অষ্ট্রেলিয়া- স্টিভ স্মিথ- ১.৪৭ মিলিয়ন মার্কিন ডলার।

*জো রুট- ইংল্যান্ড- ১.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

*বিরাট কোহলি- ভারত- ১ মিলিয়ন মার্কিন ডলার।

*ফাফ ডু প্লেসিস- দক্ষিন আফ্রিকা- ০.৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

*অ্যাঞ্জেলো ম্যাথিউস- শ্রীলঙ্কা- ০.৩২ মিলিয়ন মার্কিন ডলার।

*সরফরাজ আহমেদ- পাকিস্তান-০.৩০ মিলিয়ন মার্কিন ডলার।

*জেসন হোল্ডার- ওয়েস্টইন্ডিজ- ০.২৭ মিলিয়ন মার্কিন ডলার।

*কেন উইলিয়ামসন- নিউজিল্যান্ড- ০.২৫ মিলিয়ন মার্কিন ডলার।

*সাকিব আল হাসান- বাংলাদেশ- ০.১৪ মিলিয়ন মার্কিন ডলার।

* গ্রায়েম ক্রেমার- জিম্বাবুয়ে- ০.০৯ মিলিয়ন মার্কিন ডলার।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ১৮ অক্টোবর, ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply