Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইমামদের সাথে ডা. দীপু মনির মতবিনিময়
Dipu-Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

হাইমচরে ইমামদের সাথে ডা. দীপু মনির মতবিনিময়

চাঁদপুরের হাইমচর উপজেলা ইসলামি ফাউন্ডেশন আয়োজিত ইমামদের সাথে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে ইমাম তথা আলেম ওলামাদেরকে আরো স্বোচ্ছার হতে হবে।

এসময় তিনি বলেন, একটি কুচক্রী মহলের অন্ধ পরোচনায় কিছু বিপদগামী ইসলামের নামে জঙ্গীবাদকে উচকিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এদেশের আলেম ওলামাগন স্বোচ্ছার হলে তাদের সেই অপতৎপরতা বিলুপ্ত হয়ে যাবে।

উন্নয়ন প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে চাঁদপুরে মেঘনা ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহন, ঘরে ঘরে বিদ্যুৎ ও রাস্তা ঘাট, কালভার্ট নির্মান এবং চাঁদপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন চাঁদপুর মেডিকেল কলেজ হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপ্রধানে ও ইফা উপজেলা সমন্বয়ক মো. তাজুল ইসলামের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী। সভায় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সহ সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আ’লীগ সভাপতি মো. নাজিম দেওয়ান,

উপজেলা ভাইস চেয়ার এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, অফিসার ইনচার্জ শেখ মুহসিন আলমসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন। আলোচনা সভা শেষে দোয়া মোনাযাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো. জিল্লুর রহমান ফারুকি।

প্রতিবেদক- বিএম ইসমাইল
৩ নভেম্বর, ২০১৮