Home / চাঁদপুর / আসামি গ্রেফতারে জেলার শ্রেষ্ঠ অফিসার মঞ্জুর আলম পুরস্কৃত
আসামি গ্রেফতারে জেলার শ্রেষ্ঠ অফিসার মঞ্জুর আলম পুরস্কৃত

আসামি গ্রেফতারে জেলার শ্রেষ্ঠ অফিসার মঞ্জুর আলম পুরস্কৃত

মাদক উদ্ধার, অপরাধী আটক, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করায় আবারো চাঁদপুর জেলা পুলিশের জুন, ২০১৭ মাসে সর্বোচ্চ সংখ্যক অপরাধী আটকে সক্ষম হওয়ায় ফরিদগঞ্জ থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মঞ্জুর আলমকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সনদ ও পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ।

সোমবার (১৭ জুলাই) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের কার্যালয়ে এ সনদ ও পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) মঞ্জুর আলম ইতিপূর্বে জেলার হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানায় দায়িত্বরত অবস্থায় একাধিক বার জেলার শ্রেষ্ঠ অফিসারের সনদ ও পুরস্কার লাভ করেন।

ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধ দমনে এএসআই মঞ্জুর আলম চৌকস অফিসার হিসেবে জেলায় ব্যাপক সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে ।

পুরস্কৃত এএসআই মঞ্জুর আলম বলেন, আসলে আমি গর্বিত আমাদের এসপি স্যার বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত ।

টানা দুইবার বাংলাদেশ পুলিশ প্যারেডের নেতৃত্ব দেওয়া একজন সফল পুলিশ সুপারের অধীনস্থ চাকরি করে তার হাত থেকে পুরস্কার নেওয়া নিজেকে ভাগ্যবান মনে করছি ।

পাশাপাশি হাজীগঞ্জ থানার সাবেক ও বর্তমান ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম স্যারের সার্বিক দিকনির্দেশনায় জঙ্গি, মাদক প্রতিরোধ এবং অপরাধ মুক্ত সমাজ গড়তে আমি কাজ করে যাবো, এ জন্য সকলের সহযোগিতা চাই।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
:আপডেট,বাংলাদেশ সময় ১১ : ৫৫ পিএম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
এইউ

Leave a Reply