Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া
ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

মহান স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে আলোচনা সভা, মিলাদ ও দোয় অনুষ্ঠিত হয়েছে।

রুপসা উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেদ ও যুবলীগ নেতা জীবন কৃষ্ণনাথের যৌথ উদ্যোগে ইউনিয়নের খেজুরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ পাটওয়ারীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আরেফিন শুভ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর সেলিম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উল্লাহ পাটওয়ারী, সাংগঠণিক সম্পাদক কাজী হানিফ, ৯নং ওয়ার্ড আলীগের সভাপতি ইব্রাহীম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ডা. নন্দন চন্দ্র জয়, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল পাটওয়ারী, আবু রায়হান, মাহমুদ শান্ত, সৈকত, বাবু, মান্নান, মুরাদ, শিহাব, শরীফ, সগির, রিয়াদ, ইকবাল,ফারুক, বিপুল প্রমুখ।

শেষে মিলাদ-দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো. জাহিদুল ইসলাম রোমানের উদ্যোগে জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ফরিদগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, মো. সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম গাজী, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, যুবলীগ নেতা ফিরোজ আলম, এমরান হোসেন মিঝি, আরিফ হোসেন বেপারী, রিপন হোসেন মিঝি, বাপ্পী, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন রুবেল, আকরাম হোসেন রবিন, আল আমিন, তানভির হাছান, ইসমাইল বেপারী, আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক তারেক, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক ফয়সাল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ রিমন, রাছেল প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মোমিনুল হক।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার
এইউ

Leave a Reply