Home / শিল্প-সাহিত্য / শীতের কাঁপুনী
শীতের কাঁপুনী
প্রতীকী

শীতের কাঁপুনী

রাত্রি নিঝুঁম ঘরের পাশে
ঝিঁ ঝিঁ পোঁকা ডাকছে বসে
গন্ধ ছড়ালো হাসনাহেনা
রাতটি যেনো চেনা চেনা।

গাছের ফাঁকে চাঁদের আলো
লাগলো যে মোর অনেক ভালো
সাথে আছে মেঘের ঝাঁক
গুমুর গুমুর দিচ্ছে ডাক।

হাওয়ার তানে নড়ছে পাতা
শীতের তাপে টানছে কাঁথা
গা ঢাকা তার হয়না পুরো
শীতের তাপে কাঁপছে বুড়ো।

ঘরের কোণে কম্বল ঝুরি
নামিয়ে দিলো শীতের বুড়ি
গা ঢাকা তার হলো বেশ
শীতের কাঁপুনী হলো শেষ।

লেখক- কবির হোসনে মিজি : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ এএম, ৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply