Home / চাঁদপুর / শিল্পকলা একাডেমী সন্মাননা পাচ্ছেন চাঁদপুরের গুণী ৫ শিল্পী
শিল্পকলা একাডেমী সন্মাননা পাচ্ছেন চাঁদপুরের গুণী ৫ শিল্পী

শিল্পকলা একাডেমী সন্মাননা পাচ্ছেন চাঁদপুরের গুণী ৫ শিল্পী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় দ্বিতীয়বারের মতো দেশের সকল জেলায় ন্যায় ‘‘চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৪’’ প্রদান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবছর সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য চাঁদপুরের ৫ গুণী শিল্পীকে তাদের কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ এ সম্মননা দেয়া হবে।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, আগামী ৪ নভেম্বর সন্ধ্যা ৬ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবছর সন্মাননায় ভূষিত গুণীজনরা হলেন যন্ত্র ও ধ্রুপদী সংগীতে স্বপন সেন গুপ্ত, নাট্যকলায় হানিফ পাটওয়ারী, কণ্ঠসংগীত কৃষ্ণা সাহা, লোকসংস্কৃতি হারুন-আল রশীদ, নৃত্যকলা রুমা সরকার।

এ বিষয়ে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশে লোক সংস্কৃতি বিভাগে সম্মাননা পেতে যাওয়া হারুন আল রশীদ চাঁদপুর টাইমসকে জানান, “যে কোনো সম্মননা একজন মানুষের চলার পথকে বেগবান করে। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলার বিভিন্ন শাখায় অবদানের জন্য যে ৫ গুণী শিল্পীকে সম্মননা দেয়া হবে, সেখানে আমার নাম দেখে সত্যিই আমি আনন্দিত। এই স্বীকৃতি আমাকে আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে। এতে করে সাংস্কৃতিক অঙ্গনে আমার দায়বোধ আরো বেড়ে গেলো।”

৪ নভেম্বর সন্ধ্যায় একাডেমী মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী।

অনুষ্ঠানে জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ।

আশিক বিন রহিম

আপডেট ১১:৫৯ পিএম ০১ নভেম্বব, ২০১৫ রোববার
ডিএইচ/এমআরআর