Home / শিক্ষাঙ্গন / সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ অক্টোবর মানববন্ধন
File photo
ফাইল ছবি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ অক্টোবর মানববন্ধন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও বৃহস্প্রতিবার (২০ অক্টোবর) আলোচনা সভা করার নির্দেশ প্রদান করেন।

শনিবার (০৮ অক্টোবর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ নির্দেশ দেন।।

এ সব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হবে বলে জানান।

সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার পর সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ১৮ অক্টোবর বেলা ১১ টা থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন ও ২০ অক্টোবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আলোচনা সভার আয়োজন করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন হামলায় নিহত ছাত্রীদের শ্রদ্ধা জানিয়ে হামলাকারীদের বিচার চাওয়া হবে।

তিনি আরও জানান, ২০ অক্টোবরের সভায় সামাজিক আন্দোলনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতা বিরোধী কমিটি গঠন করা হবে।

‘অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোথায়ও কোনো শঙ্কা বা দ্বিধা করবেন না।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০:০২ পিএম, ৮ অক্টোবর ২০১৬, শনিবার
এইউ

Leave a Reply