Home / সারাদেশ / শিক্ষক লাঞ্ছনায় তদন্ত কমিটি গঠন

শিক্ষক লাঞ্ছনায় তদন্ত কমিটি গঠন

‎Sunday, ‎10 ‎May, ‎2015  9:57:28 PM

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :

পুলিশের কর্তৃক জাবি’র শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ৩ ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত মহাসড়কের ডেইরি গেট এলাকায় এ অবরোধ সৃষ্টি করেন তারা। সে সময় মহাসড়কের দু’পাশে ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দেয়।

এদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।

সেই সাথে ঘটনাটি খতিয়ে দেখতে ট্রাফিক (ডিসি উত্তর ) কুদ্দুস আমিন এবং পুলিশের উত্তরা অঞ্চলের ডিসি ইকবাল হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার রাতে রাজধানীর উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক রাকিব আহমেদেকে লাঞ্চিত করে সার্জেন্ট ইমরান।

চাঁদপুর টাইমস- এএস/ডিএইচ/২০১৫ইং