Home / শিক্ষাঙ্গন / শিক্ষক সমিতির ৫ শতাংশ প্রবৃদ্ধির দাবি
শিক্ষক প্রবৃদ্ধির দাবি

শিক্ষক সমিতির ৫ শতাংশ প্রবৃদ্ধির দাবি

বাংলাদেশ শিক্ষক সমিতি শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবিলম্বে বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, জাতীয়করণসহ সরকারের কাছে নানা দাবি জানিয়েছে ।

সেকেন্ডারি টিচার্স টাওয়ার মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দ এ দাবি জানায়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. ইয়াদ আলী খান বলেন, ‘ বিচ্ছিন্ন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা যাবে না। তিনি একযোগে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।’

এ সময় তিনি অবিলম্বে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬, রোববার
এইউ

Leave a Reply