Home / জাতীয় / ৯ লাখ শিক্ষককে প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন
ফাইল ছবি

৯ লাখ শিক্ষককে প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে টিচার্স পোর্টালে ২০২১ সালের মধ্যে প্রায় ৯ লাখ শিক্ষককে সম্পৃক্ত করার পরিকল্পনা করেছে সরকার। স্কুল শিক্ষকদের সমন্বয়ে ‘টিচার্স পোর্টাল’ নামে এ পোর্টালটি ইতিমধ্যে প্রায় দেড় লাখ শিক্ষককে নিয়ে গড়ে তোলা হয়েছে। যেখানে প্রায় ৮০ হাজার শিক্ষা উপকরণ সম্পৃক্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘ডিজিটাল লিডারস’ পলিসি মিটিং অন জব’ শীর্ষক সেশনে বিশেষ অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় শেরাটন হোটেলে এ সেশনটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তিকে শিক্ষা খাতে সম্পৃক্ত করে রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। আইসিটিকে কেন্দ্র করে শুধু শিক্ষা খাতেই নয়, শিশুদের ডিজিটাল কনটেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিদ্বন্দ্বিতার মানে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি।

উদাহরণ স্বরূপ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ২৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে ১৪ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির কাজ চলছে।

প্রধানমন্ত্রী এসময় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকার টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এ্যাডুকেশন ট্রেনিংকে (টিভিইটি) শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ‘থ্রি সিক্সটি ডিগ্রি হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া প্লাটফর্ম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ০৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply