Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে দুর্ঘটনায় তিন এসএসসি পরীক্ষার্থী আহত
দুর্ঘটনায় তিন এসএসসি পরীক্ষার্থী আহত

শাহরাস্তিতে দুর্ঘটনায় তিন এসএসসি পরীক্ষার্থী আহত

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী সহ ৪জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের তালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে- খিলাবাজার স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী দৈয়ারা গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র হোসেন আহম্মেদ (১৬), একই গ্রামের সেলিম মিয়ার পুত্র জাহিদুল হাসান (১৬), মনিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র ফয়সাল আহমেদ (১৬) ও সিএনজি অটোরিক্সা চালক নিজমেহার গ্রামের বাচ্চু মিয়ার পুত্র মেহেদী হাসান (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার হতে শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাই সাইকেলকে অতিক্রম করার সময় সিএনজি অটোরিক্সাটি গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়।

ওই সময় সিএনজি অটোরিক্সাটি রাস্তার পার্শ্বে উল্টে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৩ এসএসসি পরীক্ষার্থী ও চালক গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্ঘটনার পর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমাম হোসেন ও ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারকে আহত পরীক্ষার্থীদের দ্রুত চিকিৎসা শেষে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ৩ পরীক্ষার্থী দ্রুত চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন তাদের দেখতে আসেন, কেন্দ্রে পরিদর্শণে আসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন।

পরীক্ষা শেষে তারা উন্নত চিকিৎসার জন্য শাহরাস্তি টাওয়ার হাসপাতালে ভর্তি হয়।

প্রতিবেদক- মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply