Home / চাঁদপুর / মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Death

মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওই উপজেলার সিপাইকান্দী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম ওই বাড়ির আলমগীর হোসেনের স্ত্রী।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানাযায়, রোজিনা বেগমের স্বজনরা তাকে বিষপান করা অবস্থায় হাসপাতাল নিয়ে আসলেও তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটিকে রহস্যজনক মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন।

নিহতের দেবর মাঈনুদ্দিন ভূঁইয়া বলেন, ‘তার ভাবি বিষপানের কথা শুনে সে খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। কি ভাবে কি হয়েছে তা তিনি কিছুই বলতে পারবেন না বলে জানান।’

নিহতের মাতা আনোয়ারা বেগম বলেন, ‘আমি আমার মেয়ের অসুস্থার কথা শুনে হাসপাতালে ছুটে এসেছি কি ভাবে কি হয়েছে আমি কিছুই জানিনা। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।’

এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই মফিজুল ইসলাম সঙ্গীয়ফোর্স নিয়ে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

এস আই মফিজুল ইসলাম বলেন, ‘আমরা গৃহবধূর মৃত্যুর বিষয়টি মতলব উত্তর থানা পুলিশকে অবগত করেছি। তারা ঘটনাস্থলে গিয়েছেন। মতলব থানা পুলিশ জানিয়েছেন গৃহবধূর কি যেনো এক কঠিন রোগ ছিলো। অনেকটা মানসিক প্রতিবন্ধীর মতো। যখন তার এমন অবস্থা হতো তখন অনেককে কামড়ানোসহ মারধরও করতো। ঘটনার দিন সে হয়তো বিষপান করলে স্বজনারা তাকে হাসপাতালে নিয়ে যায়।’

প্রতিবেদক:কবির হোসেন মিজি

Leave a Reply