Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহমাহমুদপুর ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
শাহমাহমুদপুর ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

শাহমাহমুদপুর ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া গ্রামে মাদক বিক্রি ও চুরি ছিনতাই না করার জন্য প্রতিবাদ করায় ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীকে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, নির্বাচনে হেরে যাওয়া প্রতিদন্দ্বী প্রার্থীরা প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন ‘আমি নির্বাচনের আগে থেকেই জানতাম এলাকার কিছু বখাটে যুবক গ্রামের মধ্যে চুরি এবং মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করতো। কিন্তু তখন আমি গ্রামের সাধারণ মানুষ হওয়ায় এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে আগ্রহী হইনি। নির্বাচনে যখন বিপুল ভোটে পাশ করার পর একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছি তখন এলাকায় এসব অপরাধ মূলক কর্মকান্ড না করার জন্য প্রতিবাদ করি। তারই অজুহাতে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ¦ী মোঃ সফিকুর রহমান তালুকদারসহ অন্যান্যরা মিলে সে সুযোগ কাজে লাগানোর জন্য আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

তিনি জানান পূর্বে মাদকের জন্য যাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। নির্বাচনী সময়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদেরকে দিয়ে
গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই সূত্র ধরে তার অভিযুক্তরা গত ৪ ডিসেম্বর শাহমাহমুদপুর এলাকায় পথচারীসহ বিভিন্ন মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করে। এমন কি তারা আমাকে সমাজের কাছে খাটো করার জন্য আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আকতারুজ্জামানকে ভূয়া ইঞ্জিনিয়ার এবং ছোট ভাই এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সায়েদুর রহমান পাটওয়ারীকে ভুয়া শিক্ষক বলে গাল মন্দ করে আক্ষায়িত করেন এবং তারা আমাকে সন্ত্রাসী বলে এলাকায় পোস্টারিং করেন।’

একজন জনপ্রতিনিধি হিসেবে ওই ইউনিয়নের ষড়যন্ত্রকারীদের মিথ্যে ষড়যন্ত্র থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।

  •  

    প্রতিবেদক- কবির হোসেন মিজি : আপডেট, বাংলাদেশ সময় ০১:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
    ডিএইচ

    Leave a Reply