Home / চাঁদপুর / শনিবার চাঁদপুর শিল্পকলা একাডেমীতে নাটক ‘বৌমা’
শনিবার চাঁদপুর শিল্পকলা একাডেমীতে নাটক ‘বৌমা’

শনিবার চাঁদপুর শিল্পকলা একাডেমীতে নাটক ‘বৌমা’

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যভূক্ত সংগঠন চাঁদপুর ড্রামার ৩১ বছর পূর্তি উপলক্ষে ৮ নভেন্বর (শনিবার) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সব্যসাচি রচিত ও এ কে আজাদ নির্দেশিত নাটক বৌ-মা” মঞ্চস্থ হবে।

এবারে চাঁদপুর ড্রামার ৩৭তম প্রযোজনা হিসেবে নাটকটির ৭ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল। বিশেষ অতিথি পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত থাকবেন।

ওপার বাংলার প্রক্ষাত লেখক সব্যসাচির রচনায় নাটকে উঠে এসেছে, কলকাতার কোন এক আবাসিক এলাকায় একটি দোতলা বাড়ি। যার নাম দেয়া হয়েছে শান্তি নিকেতন, কিন্তু এই বাড়িটিতে যত অশান্তির বাসা। সেই বাড়িটিতে দু”জন ভাড়াটে নিচ তলায় থাকেন হোমিওপ্যাথিক ডাক্তার বিবি বাইন। আর উপর তলায় থাকেন এ্যালোপ্যাথিক ডাক্তার পিপি পাইন এর পথ ধরে নাটকটি দর্শকদের হাসাবে এবং কাঁদাবে বললেন নাটকটির পরিচালক।

নাটকটি নির্দেশনায় রয়েছে এ কে আজাদ, কলাকুশলীগণের মধ্যে রয়েছেন, পরিমল দাস নুপুর, মানিক পোদ্দার, মজিবুর রহমান দুলাল প্রমুখ।

চাঁদপুর ড্রামার ৩১বছর পূর্তি অনুষ্ঠানে সকল নাট্যামোদি দর্শকদের উপস্থিতি কামনা করেছেন কর্তৃপক্ষ।

আশিক বিন রহিম

আপডেট ০৯:৪০ পিএম ০৬ নভেম্বব, ২০১৫ শুক্রবার

ডিএইচ