Home / শিক্ষাঙ্গন / ব্যানারে রোকেয়ার স্থলে নূরজাহানের ছবি, অতঃপর…
ব্যানারে রোকেয়ার স্থলে নূরজাহানের ছবি, অতঃপর...

ব্যানারে রোকেয়ার স্থলে নূরজাহানের ছবি, অতঃপর…

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলের ব্যানারে বেগম রোকেয়ার ছবির পরিবর্তে প্রয়াত সাংবাদিক চাঁদপুরের কৃতি সন্তান নূরজাহান বেগমের ছবি ব্যবহার করায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাকৃবি সংসদ।

রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাকৃবি সংসদের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

জানা গেছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে একটি মিলাদ মাহফিলের আয়োজন করে ওই হলের হল প্রশাসন।

মিলাদ মাহফিলের ব্যানারে বেগম রোকেয়ার ছবির পরিবর্তে প্রয়াত সাংবাদিক নূরজাহান বেগমের ছবি ব্যবহার করা হয়। ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন।

ভুল ছবি ব্যবহারের বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী বলেন, এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। ভুল বুঝতে পেরে পরে আমরা ব্যানার পরিবর্তন করেছি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫ : ১০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply