Home / লাইফস্টাইল / যেসব কারণে গৃহবধুরা পরকীয়ায় জড়ায়
যেসব কারণে গৃহবধুরা পরকীয়ায় জড়ায়

যেসব কারণে গৃহবধুরা পরকীয়ায় জড়ায়

‎Thursday, ‎28 ‎May, ‎2015   01:39:33 AM

চাঁদপুর টাইমস, লাইফস্টাইল ডেস্ক:

নিজের স্বামী বা স্ত্রীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ থাকা অবস্থায় আরেকটি অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়াটাই আমরা পরকীয়া হিসাবে জানি।

সম্প্রতি ভিক্টোরিয়া মিলান ডটকম নামের একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা চার হাজার নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে পুরুষ সঙ্গীর কয়েকটি আচরণের বর্ণনা দিয়ে বলা হয়েছে কিভাবে ওই নারীরা পরকীয়ায় পড়েছেন।

ওই ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল অনলাইন জানায়, পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে ৬৫ শতাংশ নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে, বাকিদের মধ্যে ৮১ শতাংশ স্বামীর চেয়ে অন্যের (যার সঙ্গে পরকীয়া জড়ান) কাছে উষ্ণ ভালোবাসা পাওয়া—পরকীয়ার একটি অন্যতম কারণ।

ওয়েবসাইটটির জরিপে দেখা গেছে, পুরুষ সঙ্গীর খারাপ আচরণ, বিশ্বাসঘাতকতা, (শুধু এই কারণে অধিকাংশ নারী পরকীয়া জড়ান), কিছু বদ অভ্যাস, রাতে অসংলগ্ন আচরণ, ইচ্ছার মূল্য না দেওয়া, বারবার মুঠোফোনে নজরদারি, শারীরিক সংসর্গে অনীহাই মূলত নারীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ধাবিত হয়েছেন।

নারী-পুরুষ উভয়ই উক্ত কারণগুলো থেকে সাবধান থাকলেই বোধহয় সম্পর্কটি ভালোভাবেই টিকে থাকবে।

নিজের স্বামী বা স্ত্রীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ থাকা অবস্থায় আরেকটি অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়াটাই আমরা পরকীয়া হিসাবে জানি।

সম্প্রতি ভিক্টোরিয়া মিলান ডটকম নামের একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা চার হাজার নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে পুরুষ সঙ্গীর কয়েকটি আচরণের বর্ণনা দিয়ে বলা হয়েছে কিভাবে ওই নারীরা পরকীয়ায় পড়েছেন।

ওই ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল অনলাইন জানায়, পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে ৬৫ শতাংশ নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে, বাকিদের মধ্যে ৮১ শতাংশ স্বামীর চেয়ে অন্যের (যার সঙ্গে পরকীয়া জড়ায়) কাছে উষ্ণ ভালোবাসা পাওয়া—পরকীয়ার একটি অন্যতম কারণ।

ওয়েবসাইটটির জরিপে দেখা গেছে, পুরুষ সঙ্গীর খারাপ আচরণ, বিশ্বাসঘাতকতা, (শুধু এই কারণে অধিকাংশ নারী পরকীয়া জড়ান), কিছু বদ অভ্যাস, রাতে  অসংলগ্ন আচরণ, ইচ্ছার মূল্য না দেওয়া, বারবার মুঠোফোনে নজরদারি, শারীরিক সংসর্গে অনীহাই মূলত নারীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ধাবিত হয়েছেন।

নারী-পুরুষ উভয়ই উক্ত কারণগুলো থেকে সাবধান থাকলেই বোধহয় সম্পর্কটি ভালোভাবেই টিকে থাকবে।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

আপনার মন্তব্য লিখুন…