Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই
যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

মতলব র্সাকেলের সিনিয়ন সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস বলেছেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএময়ের উদ্যোগে মাদক বিরোধী এ টুর্নামেন্ট জেলা ব্যাপি ব্যপক সারা মিলেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজে যেভাবে মাদক চারদিকে ছেয়ে গেছে এবং যুব সমাজ ধ্বংশের দিকে দাবিত হচ্ছে তার পরিত্রাণের জন্যে পড়া লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি যুব সমাজকে ধাবিত করতে হবে। এ ক্ষেত্রে সমাজের সকল পর্যায়ের ব্যাক্তিদেরকে এগিয়ে আসতে হবে।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর তপন চন্দ্র দাস, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মাহফুজ মল্লিক, ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লা ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রমুখ।

খেলায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেহারনকে ৪-২ গোলে হারিয়ে ৮নং ওয়ার্ড কাজিয়ারা গ্রাম বিজয়ী হয়।

অপর দিকে উপাদী দক্ষিণ ইউনিয়ের ১নং ওয়ার্ড বনাম ৬ ও ৭নং ওয়ার্ডের ফুটবল প্রতিযোগিতা ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তাফা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়কারী সাব-ইন্সপেক্টর মো. শাহনুরসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ১নং ওয়ার্ড বিজয়ী হয়।

প্রতিবেদকক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ ৫ : ০০ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply