Home / চাঁদপুর / মৃত্যুর পূর্বে স্ট্যাটাস : চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের আত্মহত্যা

মৃত্যুর পূর্বে স্ট্যাটাস : চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের আত্মহত্যা

ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাবাকে জড়িয়ে স্ট্যাটাস দিয়ে চাঁদপুর রেল লাইনে কাটা পড়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। সোমবার (১৪ নভেম্বর) রাত ১০ টার দিকে চাঁদপুর মিশন রোডের মাথায় রেল লাইনে চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে চাঁদপুর সদরের পশ্চিম সকদী স্থানীয় বাবুল মেম্বারের ছেলে রিশান হোসাইন সেন্টু।

নাম প্রকাশে অনিচ্ছুক তার নিকটস্থ দু’বন্ধু চাঁদপুর টাইমসকে জানায়, সেন্টু পরিবারের সাথে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় বসবাস করতো। তার বাবার সাথে অভিমান করে সে এ কাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগে সেন্টু তার বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা চেয়েছিলো।’

তবে কি কারণে চেয়েছিলো বা এ টাকা তার বাবা তাকে দিয়েছিলো কিনা সেন্টুর বন্ধুরা তা জানাতে পারেনি।

এ ব্যাপারে তার পরিবারের কোনো সদস্যকে বক্তব্যের জন্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘পরিবারের সদস্যদের একজন লাশটি দেখে পুলিশ আসার পূর্বে চলে গেছেন।’

এদিকে মৃত্যুর পূর্বে সেন্টু সোমবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে (স্ক্রীনশট সংরক্ষিত) জানায়-

‘জীবনে কি পাইছি…..সবই তো হারাইছি
অন্ধকার জীবন দেখতে আর ভাল লাগে না
তাই সব ছেরে (ছেড়ে) চলে যাবো……..
যদি কারো কোন ক্ষতি করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন…..আমিন
Sorry Baba’

অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে থানার জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘ট্রেনে কাটা পড়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কেউ এখনো লাশটি গ্রহণের জন্য আসেনি।’

: আপডেট, বাংলাদেশ সময় রাত ১১:৫৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

প্রতিবেদন সহযোগিতায়- কবির হোসেন মিজি ও মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply