Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
হাইমচরে বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

হাইমচরে বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুর হাইমচর উপজেলায় অনরবত বৃষ্টিতে সয়াবিন, মরিচ, শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে পুকুর খাল নালা ভর পুর হয়ে যাওয়ায় বর্তমানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে পানিতে ডুবে আছে মৌসুমী ফসল।

অসময়ে অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় কৃষিতে বিনিয়োগ করা পূুঁিজ হারিয়ে কৃষকের মাথায় হাত।
এলাকা ঘুরে দেখা যায় উপজেলার নয়ানি লক্ষ¥ীপুর হতে চরভাঙ্গাসহ বিভিন্ন এলাকাতে কৃষক প্রিয় ফসল সয়াবিন পাকা আধা পাকা অবস্থায় অসময়ের এ অতি বৃষ্টির পানিতে ডুবে গেছে।

হাইমচরের নয়ানী লক্ষীপুর, চরভাঙ্গা, পশ্চিমচর কৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকাতে মৌসুমী সবজি দুন্ধুল, ছিছিঙ্গা, পুঁইশাখ, বাঙ্গির ব্যাপক চাষ হয়েছিল। কৃষকরা বাজারে এনে সামান্য বিক্রিও করেছিল। বৈশাখ-জৈষ্ঠ্য দ’ুমাস তারা সবজি বিক্রি করতে পারলে বিনিয়োগ করা উঠাতে পারতেন।

এবছর অসময়ে বারবার বৃষ্টি হওয়ায় বিভিন্ন সময়ে মেশিন দিয়ে পানি সেচে ফসল রক্ষা করতে পারলেও ৩দিনের অতি বৃষ্টিতে তাদের সব চেষ্টা বিফলে গিয়ে তলিয়ে গেছে ফসল।

পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের সয়াবিন চাষি মোকলেছ মিজি ইজারা নেওয়া জমিতে সয়াবিন চাষ করেছে। বৃষ্টির পানিতে তার ৭০% জমির সয়াবিন তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে। ফসল হারিয়ে ধার-দেনার চিন্তায় দিশেহারা ।

দক্ষিণ আলগী গ্রামের সবজি চাষি আ. রব খান নিজের ও ইজারা নেয়া জমিতে দুন্ধল, ডেঢসসহ বিভিন্ন সবজি চাষ করেছিল। বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে তার চাষকৃত সবজি।

প্রতিবেদক : বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৪০ পিএম, ২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এইউ

Leave a Reply